ফকিরহাটে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ০৯:২৬ এএম

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি কয়লাভর্তি ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে চলা পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) রাত ১২টা ২০ মিনিটের সময় ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাড়িয়ে থাকা কয়লা বোঝাই ট্রাকের পেছনে অপর মোল্লারহাটগামী ড্রামট্রাক ধাক্কা দেয়। ফকিরহাট ফায়ার সাভিস স্টেশন ও মোল্লারহাট ফায়ার সাভিস স্টেশন যৌথ অভিযানে কালু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত উদ্ধার করে। নিহত কালু মিয়া সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকার আজিজ মিয়ার ছেলে। নিহতের লাশ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

মোল্লারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, কয়লাভর্তি ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে চলা পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় হেল্পার ঘটনাস্থলে নিহত হয়েছে। এলাকায় যান বাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: