রাজমিস্ত্রীর কাজ করছেন ইউপি চেয়ারম্যান

ইমাম হোসেন হিমেল, কলাপাড়া (পটুয়াখালী) থেকে: কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদের চরমোনাইয়ের মনোনীত চেয়ারম্যান হাফেজ আবদুর রহিম করছেন রাজমিস্ত্রীর কাজ। টানা ২০ দিন ধরে সকাল ৮ থেকে শুরু করে বিকেল ৬ টা পর্যন্ত এই কাজ করছেন ইউপি চেয়ারম্যান। বেড়িবাঁধের রাস্তা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের গোডাউন পর্যন্ত, পাশে ১৫ ফুট লম্বায় ৫০ ফুট রাস্তায় ইট বালু সিমেন্ট ঢেলে চারজন সহযোগী নিয়ে তিনি এই রাস্তার সংস্কার করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাদা গেঞ্জি মাথায় টুপি পড়ে কাজ করছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দেখে বোঝার উপায় নেই তিনি এই পরিষদের বর্তমান চেয়ারম্যান। তাঁকে এই ভাবে কাজ করতে দেখে ভির জমান অনেক উৎসুক জনতা তাদের মুখে শোনা যায় চেয়ারম্যানের গুনগান। সকাল থেকে এভাবে চেয়ারম্যানকে কাজ করতে দেখে অনেকেই মুগ্ধ ভাসছেন প্রশংসার জোয়ারে। রাস্তা সংস্কার টয়লেট ওজু খানা সহ দেড় লক্ষ টাকা বরাদ্দ হয় যা দিয়ে কাজ সম্পুর্ন করা সম্ভব নয়, তাই নিজেই পরিশ্রম করে কাজ করছেন ইউপি চেয়ারম্যান। রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি দিচ্ছেন, সুবিধা ভোগীদের সেবা পরিষদে আসলে কাজ ছেড়ে তাদের কে স্বাক্ষর সহ ইউনিয়ন পরিষদের সকল সেবা।
চেয়ারম্যানের কাজের সহযোগী আলী হোসেন বলেন, আজকে ২০ দিন চেয়ারম্যান কাজ করছেন আমরা তার সাথে কাজ করছি ইট বালু সিমেন্ট টানা সহ সকল কাজেই চেয়ারম্যান এগিয়ে আসছে। তিনি নিজেই কাজের মিস্ত্রি আমরা হেলপার হিসেবে তার পাশে থেকে সহযোগিতা করছি।
স্থানীয় মুসুলি আনোয়ার হোসেন বলেন, আমাদের এখানে প্রাই ৫০ এর অধিক দোকান রয়েছে মসজিদ দূরে থাকায় অনেক সময়ে দোকানে নামাজ পড়া হয় আবার কখনও পড়া হয়না। তবে চেয়ারম্যান মসজিদ করার পড়ে প্রতিদিন মুসুল্লি বাড়ছে পাশাপাশি তার নিজের পরিশ্রমে এমন একটা প্রতিষ্ঠান সত্যি প্রশংসার দাবিদার।
ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচন হাফেজ আবদুর রহিম বলেন, ইউনিয়ন পরিষদ থেকে মসজিদ অনেক দূরে এখানে অনেকগুলো দোকান আছে ইউনিয়ন পরিষদেও অনেকেই আসে। তাদের সুবিধার জন্য আমি এই মসজিদটি নির্মাণ করছি এটা পুকুর ছিলো বালু ভরাট করে ওজু খানা বাথরুম সহ ইউনিয়ন পরিষদের রাস্তা সংস্কার করছি। আমরা চারজন মিলে আজকে ২০ দিন ধরে কাজ করছি সব শেষ করতে আরও কিছু দিন লাগবে। এভাবেই আমি আমার ইউনিয়নের সকল কাজে আগ্রহ প্রকাশ করে ইউনিয়নকে আধুনিক করে তুলবো।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: