যে কারণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল আয়ারল্যান্ড

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ০৭:৩৫ পিএম

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শুক্রবার (৩১ মার্চ) বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল আয়ারল্যান্ড।  তবে  ৩৬ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সফরকারীরা।  তবে এই ম্যাচে কিছুটা ভিন্নভাবে দেখা গেছে আইরিশদের। কারণ, এদিন প্রত্যেক আইরিশ ক্রিকেটার কালো ব্যাচ পরে মাঠে নেমেছিলেন।

দেশটির ক্রিকেট বোর্ড জানায়, ক্লোন্টারফের কিথ লুইসের প্রতি সম্মান জানিয়ে এই কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন আইরিশরা। লুইস ক্লোন্টার্ফ ক্রিকেট ক্লাবের সভাপতি ছিলেন। পাশাপাশি দেশটির একজন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বও ছিলেন তিনি। আয়ারল্যান্ডের খেলোয়াড়রা তাকে স্মরণ করেই আর্মব্যান্ড পরে নেমেছিলেন।

এছাড়া শুক্রবার (৩১ মার্চ)  এক টুইট বার্তায় দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, দলটি আজ ক্লোন্টারফের কিথ লুইসের জন্য কালো আর্মব্যান্ড পরেছে, যিনি দুঃখজনকভাবে সম্প্রতি মারা গেছেন।

এর আগে, ব্যাটিং করতে নেমে আজ ব্যর্থ হয়েছে বাংলাদেশ। রীতিমতো অসহায় আত্মসর্মপণ করেছেন সাকিব-শান্তরা। তবে এদিন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়েছেন শামীম, তার ব্যাটে ভর করেই ১২৪ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: