বেগমপুর থেকে জুয়ারী গ্রেফতার

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১১:৪১ পিএম

নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কস্থ বেগমপুর এলাকা থেকে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় এক অভিযান চালিয়ে কাশেম মিয়া নামক এক কুখ্যাত জুয়ারীকে গ্রেফতার করেছেন। অপর জুয়ারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে রাতেই থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে কাশেম মিয়াসহ ৪ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। শুক্রবার (৩১ মার্চ) সকালে ধৃত কাশেমকে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। ধৃত কাশেম মিয়া সদর ইউনিয়নের হালিতলা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একদল কুখ্যাত জুয়ারী প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলে আসছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ জুয়ার আস্তানায় হানা দিয়ে কাশেম মিয়া নামের এক জুয়ারীকে গ্রেফতার করে।

এ সময় অন্যান্য জুয়ারীরা পালিয়ে যায়। পুলিশ এ সময় ৪টি প্লাষ্টিকের গুটি, ১টা কুপি বাতি, ১ টা প্লাষ্টিকের বোর্ড এবং নগদ ৬ হাজার ৫ শত ৪২ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রাতেই সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কাশেমসহ ৪ জনের নাম উল্লেখ্য করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: