‘বিএনপির সময় আ'লীগের নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের দুটি সম্পদ সোনার মাটি ও মানুষ। যুবলীগের প্রতিটা নেতাকর্মী কে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে হবে। ত্যাগী ও নি:স্বার্থ কর্মী হিসেবে তৈরি হতে হবে। দেশের প্রয়োজনে যুবলীগ রাজপথে রক্ত দিতে প্রস্তুত। বিএনপি জামায়াতের সন্ত্রাসের জবাব আগামী নির্বাচনে দিতে হবে।
পলক এমপি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে কনিষ্ঠ এমপি করেছিলেন, অল্প বয়সে কেন্দ্রীয় কমিটির সদস করেছিলেন। পদ পদবীর জন্য ধর্না দিতে হবে না। জনগন আপনার পাশে থাকলেই আপনি নেতা। বিগত দিনে বিএনপি সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। নির্যাতনের শিকার হয়েছে। আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। কলম ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কালভার্ট, ভবন সহ যা উন্নয়ন হয়েছে বিগত কোনো সরকার তা করেনি। সিংড়া কে মানবিক, নান্দনিক সিংড়া গড়ে তোলার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতিমন্ত্রী পলক শনিবার দুপুর ১২ টায় কলম স্কুল মাঠে কলম ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কলম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এসএম গোলাম রাব্বানীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রকিবুল হাসান, সাবেক জিএস মমিন মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ রাসেদ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মহন আলী প্রমুখ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: