প্রথম আলো সম্পাদকে গ্রেফতারের দাবি, শাহবাগে সড়ক অবরোধ

সংবাদ প্রকাশের জের ধরে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। ঢাবি শিক্ষার্থীদের ব্যানারে অংশ নেয়া অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতা-কর্মী।
শনিবার (১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাধারণত শিক্ষার্থীদের ব্যানারে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় তাঁরা প্রথম আলো এবং মতিউর রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এসময় রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে অংশ হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহীদ শাহরিয়ার শুভ বলেন, স্বাধীনতার নামে তথ্যসন্ত্রাস আমরা মেনে নেব না। অপসাংবাদিকতার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। প্রথম আলোসহ বেশ কয়েকটি গণমাধ্যম দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মতিউর রহমানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের এমন কর্মসূচির ব্যাপারে আইন বিভাগের শিক্ষার্থী তানভীর মাহতাব বলেন, আজকের আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগে অবস্থান নিয়েছে, তাই আজকের দিনে আমাদের কোন রাজনৈতিক পরিচয় নেই। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্রেই ঢাবির শিক্ষার্থীরা আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়বে।
শাহবাগ অবরোধের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, স্বাধীনতা দিবসের দিন একটি শিশুকে ১০ টাকা দিয়ে সংবাদ পরিবেশন করে যে ঘটনা ঘটিয়েছে, সেটা সুস্পষ্টরূপে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। ১৯৭১-পরবর্তী সময়ে এ ধরনের এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যে বাসন্তী কাণ্ড তৈরি করা হয়েছিল, সেটির সঙ্গে আমরা মিল পাচ্ছি, যেটা দেশবিরোধী বৃহৎ ষড়যন্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে, তাই এবারও তারা আন্দোলন করছে, সাধারণ শিক্ষার্থীদের এই অবরোধের প্রতি ছাত্রলীগের সংহতি রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এর আগে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে চলে যান।
এর আগে গত বৃহস্পতিবারও প্রথম আলো সম্পাদকের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তখনও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অংশ নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বেলা ১১টায় শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভের ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: