ঠাকুরগাঁওয়ে বিএনপির অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ০৯:১৫ পিএম

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে জেলা বিএনপি৷

কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও জেলা যুবদলের সভাপতি মুহিবুল্লাহ আবু নুর সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷

কর্মসূচিতে বক্তারা বলেন, রমজান মাসে এ সরকারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে। তারা লুটপাট করে আরো ফুলছে আর সাধারণ মানুষ বাজারের চড়া দামে কেনাকাটা করতে পারছেনা৷ জনগণের ভোট বিহীন সরকার কখনো সাধারণ মানুষের কথা চিন্তা করেননা৷ কারন তারা জনগনের ভোট না নিয়েই অবৈধ ভাবে ক্ষমতায় বসে আছে৷ তবে আর এটা হওয়ার কোন সুযোগ দেওয়া হবেনা৷ এ সরকারের অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবেনা৷ যতদিন না এ অবৈধ সরকারের পতন না হবে ততদিন আমাদের কর্মসূচি চলতে থাকবে৷

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: