রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২০ কেজি তামার তারসহ আটক ২

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। রবিবার (২ এপ্রিল) সকালে কেন্দ্রের সিনপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১২০ কেজির অধিক তামার তার, তার কাটার যন্ত্র ও তিনটি মোবাইল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মোংলার মিঠাখালী এলাকার জালাল শেখের ছেলে মোঃ মহিদুল শেখ (২৬) ও রামপালের কাদির খোলা এলাকার মনিরুল শেখের ছেলে হাসিবুর শেখ (২৫)। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, আটককৃত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করে মালামালসহ চোরদের থানায় সোপর্দ করা হয়েছে।
এই নিয়ে গত ১১ মাসে ৫৫টি অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৬৬ লক্ষ ৬২ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৪৬ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার সদস্যরা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: