অন্তর্বাস দেখাতে বলেছিলেন পরিচালক, সিনেমা ছেড়ে দেন প্রিয়াঙ্কা

বলিউডকে বিদায় জানানোর প্রসঙ্গে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয়তা অর্জন করার পরেও হটাৎ হলিউডে পাড়ি দিয়েছিলেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতি ও মনমানসিকতা নিয়ে এমন চাঞ্চল্যকর কথা ফাঁস করলেন অভিনেত্রী, যা শুনে হতবাক হতে হয়।
অভিনেত্রী জানান, এক সিনেমার শুটিংয়ের সময় পরিচালক তার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন। ২০০২ কি ২০০৩ সালের কথা। বলিউডে সদ্য পা রেখেছিলেন তখন তিনি। জনপ্রিয় প্রযোজনা সংস্থার ব্যানারে এক ছবির শুটিং চলাকালীন এমন অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা জানান নায়িকা।
প্রিয়াঙ্কা বলেন, “একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলছিল। শয্যাদৃশ্যে চাদরের তলায় শুয়ে চিত্রনাট্য অনুযায়ী আমি সহ-অভিনেতাকে নিজের দিকে আকর্ষ করার চেষ্টা করছি। যতটা সম্ভব রেখে-ঢেকে পোশাক খুলছিলাম, একজন নারী তাই করবে, সেটাই স্বাভাবিক। তবে মাঝখান থেকে আপত্তি জানান পরিচালক। সোজা বলেন, ‘না না, কোনো দরকার নেই। ওর অন্তর্বাস দেখাতে হবে। নইলে এই সিনেমা কেন দেখতে আসবে দর্শক?’” এখানেই শেষ নয়!
প্রিয়াঙ্কা যোগ করেন, ওই পরিচালক কথাটা সোজাসুজি অভিনেত্রীকে না বলে তার স্টাইলিস্টকে বলেন সকলের সামনে। এটা মানুষকে ছোট করা ছাড়া আর কিছুই নয়। ‘মনে হয়ছিল, আমার অভিনয়ের কোনো দাম নেই। আমার শরীরকে কিভাবে ব্যবহার করা হবে, সেটাই এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল?’ প্রশ্ন প্রিয়াঙ্কার।
এ ঘটনার পর বাবার সাথে পরামর্শ করে সিনেমার প্রস্তাব ফেরান অভিনেত্রী। ওই প্রযোজনা সংস্থার কাছে গিয়ে সোজা টাকাও ফিরিয়ে দিয়ে আসেন। তবে পরিচালকের নাম বলেননি। সূত্র - এনডিটিভি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: