দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে আ.লীগের প্রতিবাদ সভা

সারাদেশ ব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় শহরের রমিজ বিপনিস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নোমান বখত পলিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কুরুনা সিন্ধু চৌধুরীসহ জেলা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট ও সাধারন সম্পাদক নোমান বখত পলিন বলেছেন,বিএনপি ও জামায়াত শিবির দেশকে অস্থিতিশীল করতেই আন্দোলনের নামে সহিংসতা ছড়াতে চাচ্ছে। তারা বলছে দেশে গনতন্ত্র নাই,মানুষের নাকি কথা বলা,ভোট ও ভাতের অধিকার নেই অথচ তারা (বিএনপি) দেশের প্রতিটি জায়গাতে অবাধে সভা সমাবেশ করে সরকারের সমালোচনা করছেন, টেলিভিশনের বিভিন্ন টকশোতে গিয়ে বড় বড় কথা বলছেন। জামায়াত শিবির ও বিএনপি পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইলে মুজিব ও শেখ হাসিনার আদর্শের প্রতিটি সৈনিকরা রাজপথে থেকে তাদের মোকাবেলা করবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: