নাগরপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ২৬ মে ২০২৩, ০৫:০০ পিএম

ধুবড়িয়া ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্থ ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল হতে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আগুনে ক্ষতিগ্রস্থ ও নদীভাঙ্গনের পরিবারদের এক ব্যান্ডিল ঢেউটিনসহ নগদ অর্থ বিতরন করা হয়। ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম খান শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান শেখ সামছুল হক, তথ্য গবেষনা সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, নাগরপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি সপন কুমার সাহা, সাধারন সম্পাদক রাম কৃষ্ণ সাহা রামা, ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোকছেদুর রহমান রিপন ও সাধারন সম্পাদক মো. শিহাব উদ্দিন মাষ্টার প্রমখ।

এ সময় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার ও নদীভাঙ্গন পরিবারসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: