আশুলিয়ায় ২৩ হাজার টাকা মজুরির দাবিতে সমাবেশ

সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক ও ফেডারেশন নেতৃবৃন্দ।
শুক্রবার (২৬ জুন) বিকালে আশুলিয়ার বাইপাইল-সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আইবিসি'র আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে এই বিক্ষোভ ও সমাবেশ হয়।এ সমাবেশে আইবিসির আঞ্চলিক কমিটির সভাপতি আল কামরানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ। এতে সঞ্চালনা করেন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন বর্তমানে দ্রব্যমূল্যের চরম উর্দ্ধগতি দেশের ৭ কোটির বেশি শ্রমজীবীর জীবনকে দুর্বিসহ অবস্থায় ফেলেছে ফেলেছে। খাদ্য পণ্য, চিকিৎসা, শিক্ষা খরচ, বাড়ী ভাড়া, গাড়ী ভাড়া বিপুল পরিমান বেড়েছে। শুধু তাই নয় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিদ্যুৎ, গ্যাস, পানির দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। বিশ্ব বাজারের দোহাই এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির অজুহাতে শ্রমজীবিরা যা ব্যবহার করে সেসব পন্যের দাম ক্রমাগত বেড়েই চলছে। কিন্তু বাজার দর উৎপাদনে তাদের মূল্য সংযোজন বিভিন্ন দেশের সাথে তুলনামূলক বিচার, রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন কাঠামো বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের মজুরী নির্ধারন করা হচ্ছেনা।তাই নূন্যতম মজুরী ২৩০০০ হাজার টাকা ঘোষনার দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, আইবিসি'র সিনিয়র সহ-সভাপতি বাবুল আক্তার, কেন্দ্রীয় যুব সম্পাদক কামরুল হাসান, আইবিসি'র কেন্দ্রীয় সদস্য রাশেদুল আলম রাজু, শাহাদাত হোসেন সেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়সারুন নবী রুবেল। আইবিসি'র আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান সোহাগ, সহ-সভাপতি সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন খান, সংগঠনি সম্পাদক- ইব্রাহীম, কার্যকরী সদস্য মাসুদ রানা, শামিম হাসান ও ইমন সিকদার প্রমুখ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: