পরকীয়ায় ধরা পড়ে বিধবার সাথে দুই সন্তানের জনকের বিয়ে

পরকীয়া করতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধরা পড়ে এক বিধবা নারীকে বিয়ে করেছেন দুই সন্তানের জনক। শুক্রবার (২৬ মে)সন্ধ্যায় উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাটি গ্রামের মৃত মেসবাহ উদ্দীন'র বিধবা মেয়ে শরিফা আক্তার মনির সাথে রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামের মারফত আলীর ছেলে ২ সন্তানের জনক সোহেল রানার প্রায় দেড় বছর আগে ফেসবুকে পরিচয় হয়। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।
এরই সূত্র ধরে বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাতে সোহেল তার কর্মস্থল ঢাকা থেকে বিধবা ওই নারীর বাড়িতে আসে দেখা করতে। পরে গভীর রাতে মনির ঘর থেকে সোহেলকে প্রতিবেশীরা আটক করলে স্থানীয় শালিসে উভয়ের সম্মতিতে শুক্রবার (২৬ মে) রাতে ১০ লক্ষ টাকা কাবিনে বিয়ে পড়ানো হয়।
পরিবার সূত্রে জানা যায়, ২ বছর পূর্বে ১২ বছরের একটি কন্যা সন্তান রেখে মারা যায় মনির স্বামী। স্বামী মারা যাওয়ার কিছুদিন পর থেকেই বাবার বাড়ী তারাটিতে বসবাস করছিল মনি। অপরদিকে ২০১৪ সালে পাশের ইউনিয়নে বিয়ে করেছিল সোহেল রানা। ওই সংসারে স্ত্রীসহ তার দুই কন্যা সন্তান রয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: