ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রয়াত দু’অধ্যাপকের স্মৃতিতে স্মরণ সভা

প্রকাশিত: ২৭ মে ২০২৩, ১২:১৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রয়াত দু’অধ্যাপকের স্মৃতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রয়াত অধ্যাপক এএইচএম আবদুল হাই ও অধ্যাপক ড. বেগম জাহান আরা’র স্মৃতিতে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভার শুরুতেই প্রয়াত দু’অধ্যাপকের বিদেহী আত্মার শান্তি কামনা করে, দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

এতে অধ্যাপক আবদুল হাই এবং অধ্যাপক জাহান আরার সমকালীন শিক্ষক ও ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মনসুর মুহাম্মদ আবু মুসা তাঁদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও অধ্যাপক আবদুল হাইয়ের জামাতা আবদুল মুকাদ্দাস স্মৃতিচারণ সভায় অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের জন্মলগ্ন থেকে এই দু’অধ্যাপকের অবদান অপূরণীয়। সেই সঙ্গে ভাষা শিক্ষার প্রসার, গবেষণার ক্ষেত্রে বর্তমান সময়ে এসেও প্রয়াত এ দুই গুণী অধ্যাপক বেশ প্রাসঙ্গিক। হয়তো তাঁরা আজ নেই! কিন্তু তাঁদের কর্মই তাঁদের চিরকাল বেঁচে রাখবে; বেঁচে থাকবেন হাজারো শিক্ষক-শিক্ষার্থীর মাঝে।

ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলমের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক মি. বিপুল চন্দ্র দেবনাথের সঞ্চালনায় প্রয়াতদের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ সভায় অংশ নেয় সহযোগী অধ্যাপক রূপা চক্রবর্তী, সহযোগী অধ্যাপক ড. আফজাল হোসেন, সহকারী অধ্যাপক ড. মো. মনির উদ্দিন এবং মিস জান্নাতুন নাহার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. আবছার কামাল, সহযোগী অধ্যাপক ড. মিঞা মো. নওশাদ কবির, সহকারী অধ্যাপক ড. মনির উদ্দিন, শাবিপ্রবির সহকারী অধ্যাপক রিয়াদুল ইসলাম সোহেল প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: