প্রতিবন্ধি কিশোরীকে গণধর্ষন, গ্রেফতার ১

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নিভা-এনায়েতপুর গ্রামে শুক্রবার (১৫) এক প্রতিবন্ধি কিশোরীকে গণ ধর্ষণ করার অভিযোগে পাংশা থানায় একটি মামলা হয়েছে। মামলার এজহার নামীয় এক আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
ধর্ষিতা ওই কিশোরী মাছপাড়া ইউপির লক্ষনদিয়া গ্রামের এক কৃষকের মেয়ে। সে কিছুটা মানষিক প্রতিবন্ধি। গত ৫ মাস যাবত মেয়েটি নিভা-এনায়েতপুর তার খালা বাড়িতে থাকতো।
ধর্ষিতার খালা ও পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ মে) দুপুরে প্রতিবন্ধি কিশোরী খালার বাড়ি থেকে পার্শ্ববর্তি দুলাল দাসের পুকুরে কাপর ধুতে গেলে পাশ্ববর্তী কানুখালী গ্রামের বাবলু মন্ডল (ঝুনু মন্ডল) এর ছেলে ইয়াছিন মন্ডল (২১) ও নিভা-এনায়েতপুর গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে রাকিব (২০) প্রলোভন দেখিয়ে তাকে পার্শ্ববর্তী বর্ধন মাষ্টারের পাট ক্ষেতে নিয়ে যায়। এরপর খুন জখমের ভয় ভিতি দেখিয়ে তাকে পালাক্রমে একাধীকবার ধর্ষন করে।
কিশোরীর খালা মেয়েকে খুজতে খুজতে পাট ক্ষেতে গেলে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে ব্যাপারটি খুলে বললে স্থানীয়রা ইয়াছিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পাংশা মডেল থানা ওসি (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান বলেন, এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাদি হয়ে দুইজনকে আসামী করে পাংশা মডেল থানায় একটি ধর্ষন মামলা করেছে। মামলা নং-১৯। এ ঘটনায় ইয়াছিন মন্ডল নামে এক অভিযুক্তকে আটক করা হয়েছে। অপরজনকে আটকের চেষ্টা চলছে। আটক ইয়াছিন ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: