ঢাকা রেঞ্জে প্রথম হলো পাংশা থানার এস আই দিপংকর

প্রকাশিত: ২৭ মে ২০২৩, ০৭:২২ পিএম

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ-এপ্রিল/২০২৩ মাসের মাসিক অপরাধ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রেঞ্জে ১ম স্থান অধিকারী মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারকারী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর পাংশা মডেল থানার এস আই দিপংকর কুন্ড।

এ গৌরব অর্জন করায় ঢাকা রেঞ্জের ডি আইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম তাকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের পুলিশের উর্দ্ধনত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ গৌরব অর্জন করে এস আই দিপংকর কুন্ডু বলেন- রাজবাড়ীর পুলিশ সুপার স্যারের সার্বিক নিক নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান স্যারের সার্বিক তত্বাবধায়নে আমরা কাজ করে যাচ্ছি স্যারদের অনুপ্রেরনায় সামনে আরো ভাল কাজ করে পাংশা থানা এলাকাকে আমরা সকলে মিলে অপরাধ মুক্ত করতে কাজ করছি। এ সম্মান আমাদের থানার সকল অফিসার ও ফোর্সদের অবদান আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: