রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টটির ২৩ তম আসরে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আর্জেন্টিনা যায় দলটি। তবে সুবিধা করতে পারেনি সেলেসাওরা। প্রথম ম্যাচেই ইতালির কাছে পরাজিত হয়। ইতালির কাছে ৩-২ গোলের সে পরাজয়ে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে ব্রাজিল।
পরের ম্যাচে অবশ্য ঘুরে দাড়িয়েছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিককে গুনে গুনে ৬-০ গোলে হারায়। শনিবার (২৭ মে) গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ নামবে ব্রাজিল। ‘গ্রুপ ডি’র ম্যাচটিতে মুখোমুখি হবে নাইজেরিয়ার সঙ্গে। আর্জেন্টিনার লা প্লাটার এস্তাদিও উনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনায় গড়াবে ম্যাচটি। ‘গ্রুপ ডি’র চার দলের মধ্যে পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়।
নাইজেরিয়া দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। ইতালির অবস্থান তৃতীয় স্থানে। তাদের পয়েন্টও তিন। ডমিনিকা রিপাবলিক এখনও একটি জয়ের দেখাও পায়নি। শূন্য পয়েন্টে তারা রয়েছে টেবিলের তলানিতে।
এদিকে, ব্রাজিল ও নাইজেরিয়া যুবাদের ম্যাচটি সরাসরি অনলাইনে দেখার ব্যবস্থা রেখেছে ফিফা প্লাস। ম্যাচ শুরু হলে এই লিঙ্কে ক্লিক করে উপভোগ করা যাবে যুবাদের এই লড়াই। এছাড়া ভারতের সনি টেন৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ (Sony LIV)ও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: