পর্দা নামছে আইপিএলের, জেনে নিন চ্যাম্পিয়নসহ বাকি দলগুলো কত টাকা পাবে

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। আর এক ম্যাচ পরই পর্দা নামবে ১৬তম আসরের। ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। রবিবার (২৮ মে) শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে এই দুই দল। জনপ্রিয়তার পাশাপাশি টাকার ঝনঝনানিতেও সবার চেয়ে এগিয়ে আইপিএল। এবারের চ্যাম্পিয়ন দলও পাবে বড় অঙ্কের অর্থ।
আন্তর্জাতিক গণমাধ্যম উইজডেনের প্রতিবেদন, চলতি আইপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি আর রানার্সআপ দলের জন্য থাকছে ১৩ কোটি রুপি। তৃতীয় স্থানে থাকা দল পাবে ৭ কোটি রুপি আর চতুর্থ স্থানে আসর শেষ করা দল পাবে সাড়ে ৬ কোটি রুপি। সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারি উভয়ে ১৫ লাখ রুপি করে আয় করবেন আইপিএল থেকে।
বড় অঙ্কের অর্থ পাবেন আসরের ইমার্জিং ক্রিকেটারও। তিনি পাবেন ২০ লাখ রুপি। এছাড়া, মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের জন্য রয়েছে ১২ লাখ রুপি। ব্যাট হাতে সর্বোচ্চ স্ট্রাইক রেটে খেলা ক্রিকেটার পাবেন ১৫ লাখ রুপি। এছাড়া পাওয়ার প্লেয়ার অব দ্যা সিজন ও গেম চেঞ্জার অব দ্যা সিজন নির্বাচিত হওয়া ক্রিকেটারদের পকেটে যাবে সমান ১২ লাখ রুপি করে।
এর আগে, প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে। দ্বিতীয়বার আর সে সুযোগ নষ্ট করেনি হার্দিক পান্ডিয়ার দল। শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। রোববার (২৮ মে) ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দলটি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: