জিয়া ক্ষমতায় গিয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এমপি বলেছেন, জিয়াউর রহমান মিলিটারি কায়দায় ক্ষমতায় গিয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। আর বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য একের পর এক কর্মসূচী বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর দেখা স্বপ্নকে পূরণ করে যাচ্ছেন। মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র, জাপান এবং যুক্তরাজ্য সফরে গিয়ছিলেন।সে সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋশি সুনাক শেখ হাসিনাকে একজন সফল অর্থনৈতিক নেতা হিসেবে অভিহিত করে বলেছেন আপনি আমাদের জন্য অনুপ্রেরণা। আর স্বাধীনতা বিরোধীরা উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলে সমালোচনা করে।
শনিবার (২৭ মে) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, এক শ্রেণির মানুষ আছে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, পবিত্র কুরআন এর অপব্যাক্ষ্যা দিয়ে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে। তাদের চিহ্নিত করতে হবে। সকল অপশক্তিকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দেশ শাসন আপনারাও করেছিলেন,আপনারা দেশের মানুষের জন্য কি করেছেন। জিয়াউর রহমান,খালেদা জিয়া কি করেছে একটু বিবেক দিয়ে বিবেচনা করবেন। মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর দেখা স্বপ্নের সেই বাংলাদেশকে বাস্তবায়ন করতে একের পর এক কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এদেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। প্রধানমন্ত্রী দেশ শাসনে সফলতা অর্জন করে মানুষের ভাগ্য পরিবর্তন করে ১৭ কোটি মানুষের অন্তর জয় করেছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদিতমারীর সভাপতি পূর্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক এ সম্মেলনে পূজা উৎযাপন পরিষদের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দের পাশাপাশি আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক রফিকুল আলম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সম্মেলনের আলোচনা সভা শেষে আগামী দুই বছরের জন্য আদিতমারী উপজেলা পুজা উৎযাপন পরিষদের নবনির্বাচিত এস কমল রায়কে সভাপতি ও তপন কুমার ঘোষকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: