ভাওয়াল বন সংরক্ষণে স্বল্প মেয়াদি বাগানে চারা রোপন
ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীনে গাজীপুর ভাওয়াল রেঞ্জের বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির স্বল্প মেয়াদি বাগানের চারাগাছ রোপণ করা হয়েছে। পরিবেশ উন্নয়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণে সদর উপজেলার ভবানীপুর পিঙ্গাইল এলাকায় ৭৫ একর স্বল্প মেয়াদি বাগানের উদ্বোধন করা হয়েছে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার এ স্বল্প মেয়াদি ২৫ একর নতুন বাগান ও তৃতীয় আবর্তের ৫০ একর বাগানের শুভ উদ্বোধন করেন।
এর আগে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান,রিসোর্ট, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জবর দখল হওয়া বন বিভাগের জমি উদ্ধার করে দেশীয় বিরল ও বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতিসহ বনজ ও ফলজ চারা রোপন করা হয়।
এ বাগান সৃজনের ফলে পরিবেশ ও ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেন বলে মনে করেন পরিবেশবাদী সংগঠনের নেতা কর্মীরা।
তারা মনে করেন একদিকে যেমন পরিবেশ ভারসাম্য রক্ষা পাবে ঠিক অন্যদিকে এলাকার জনসাধারণসহ স্থানীয় উপকারভোগীরা আর্থিক ও সামাজিক উন্নয়ন উপকৃত হবে। এবং বনজ সম্পদ রক্ষায় পরিবেশ উন্নয়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে। তার ফলে ভাওয়ালের বন পূর্বের অবস্থানে ফিরে আসবে।
বাগানের চারাগাছ রোপণের সময় উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, রাজেন্দ্রপুর পশ্চিম বিট, কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা, বারুইপাড়া বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী মনিষা বর্মনসহ অন্যান্য ব্যক্তিবর্গরা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: