নীলফামারী জেলা পুলিশের আয়োজনে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

নীলফামারী জেলা পুলিশের আয়োজনে বিনামূল্যে ৩শত রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে। আজ রোববার (২৮মে) সকালে নীলফামারী জেলা পুলিশ লাইন অডিটোরিয়ামে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে ও দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন ও অর্থ) সঞ্চালনায় বিনা মূল্যে চোখের ছানি অপারেশন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল মোস্তফা মঞ্জু পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের লজিস্টিক অফিসার মাসুক মেহবুব, চক্ষু বিশেষজ্ঞ সাজ্জাদুল বারী রকি।
অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম তার বক্তব্যে ধন্যবাদ জানান রংপুর বিভাগীয় রেঞ্জ ডিআইজি আব্দুল আলিম পিপিএম মহোদয়কে যার সহযোগিতায় এই চক্ষু শিবির আয়োজন করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। আরও ধন্যবাদ জ্ঞাপন করেন রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনের লজিস্টিক অফিসার মাসুক মেহবুব সহ সকল পরিচালক বৃন্দকে, যাদের সহযোগিতায় প্রায় ৩শত রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন এবং চিকিৎসা দেয়ার সুযোগ হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: