মাটির নিচে বক্স থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ০৮:৩৭ এএম

মাটির নিচে বক্স থেকে দক্ষিণ আমেরিকার সোপ অপেরা খ্যাত জনপ্রিয় তারকা জেফারসন মাচাদোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার মাস পর তার লাশ পাওয়া যায়। এরআগে, চলতি বছরের গত ২৭ জানুয়ারি তিনি নিখোঁজ হয়েছিলেন। তার বয়স হয়েছিল ৪৪ বছর। গত ২২ মে এ অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, একটি বাসভবনের পেছনের উঠানে মাটির নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ব্রাজিলীয় এ তারকার পরিবারের প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি জাইরো ম্যাগালহে পেরেইরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক বিবৃতিতে জেফারসনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বিবৃবিতে উল্লেখ, প্রাথিমিক তথ্য ইঙ্গিত করে যে, অভিনেতার মরদেহ একটি বক্সে পাওয়া গেছে। যা গভীর মাটির নিচে ছিল। এ পরিস্থিতি আমাদের খুবই ব্যথিত করে। তারকার আইনজীবী জঘন্য এ অপরাধের জন্য দায়ীদের জবাজদিহিতা এবং শান্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতি দিয়েছেন।

এ ঘটনায় তদন্ত চলছে। সন্দেহভাজন হিসেবে এখনো কারও নাম উল্লেখ করা হয়নি। তবে রিপোর্টে বলা হয়েছে, কর্তৃপক্ষ জেফারসনের বন্ধুর খোঁজ করছে। যার কাছ থেকে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তারকা। কারণ, সেই অভিনেতা নিখোঁজ হওয়ার প্রায় চার মাস পরে ভাড়াটে বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, অভিনেতার আটটি কুকুরকে একা পাওয়ার পর তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: