নিরাপত্তা চেয়ে উপাচার্যের নিকট লিখিত অভিযোগ দিলেন রাবির সেই অধ্যাপক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মনোবিজ্ঞান বিভাগের দুই সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে ভিত্তিহীন দাবি করে নিজের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হক।
রোববার (২৮মে) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে লিখিত অভিযোগ প্রেরণ করেন এ অধ্যাপক।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া ও বিভাগের শিক্ষক অধ্যাপক নাজমা আফরোজ আমার বিরুদ্ধে আপনার (উপাচার্য) নিকট যে যৌন হয়রানির অভিযোগ এনেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন।
একাডেমিক কমিটির সভা শেষে অধ্যাপক নাজমা আফরোজের সাথে অপ্রীতিকর তর্ক হয়েছিল যার সূত্রপাত করেছিলেন নাজমা আফরোজ নিজেই। এক পর্যায়ে নিয়ন্ত্রনহীন, আবেগ প্রবণ অবস্থায় আমি একটি শ্রুতিকটু শব্দ উচ্চারণ করে ফেলি যেটি কখনোই যৌন হয়রানিমূল নয়। ছোট্ট কথাটিকে কেন্দ্র করে বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া ও নাজমা আফরোজ শুধু আমার বিরুদ্ধেই নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে। আমি মনে করি উক্ত ছোট একটি অপ্রীতিকর ঘটনা বিভাগেই সমাধানযোগ্য।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়া ও অধ্যাপক ড. নাজমা আফরোজের নানাবিধ তৎপরতা ও বিভাগে বহিরাগত ব্যক্তিদের আনাগোনার কারণে আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতা বোধ করছি। ফলে বিভাগের পঠন-পাঠনের স্বার্থে সামগ্রিক বিষয়টিতে আপনার সুবিবেচনা হস্তক্ষেপ কামনা করছি।
লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম হুমায়ুন কবীর বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আগামীকাল থেকে রাবির ভর্তি পরীক্ষা ফলে এ বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। ভর্তি পরীক্ষা শেষ হলে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিবো।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: