ড্রেন থেকে মানুষের খন্ডিত পা উদ্ধার

প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০৮:২৭ পিএম

ময়মনসিংহে ড্রেন থেকে খন্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮মে) বেলা আড়াইটার দিকে মহানগরীর পলিটেকনিক মসজিদ এলাকা ড্রেনে থেকে খন্ডিত পা উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের দিকে জানতে পারি, যে পলিটেকনিক মসজিদ এলাকা ড্রেনে মানুষর খন্ডিত পা ভাঁসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খন্ডিত পা'টি অনেক দিন আগের। এটি পচেগলে গেছে।ধারণা করা হচ্ছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে পা ড্রেনে ফেলে দেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: