বগুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৮ মে ২০২৩, ১০:১৬ পিএম

বগুড়ার ধুনট উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাজ বাবু নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ বাবু নারায়নপুর গ্রামের মাহমুদুল হাসানের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে শিশু রাজ বাবু বাড়ির উঠোনে খেলছিল। পরিবারের সদস্যরা এসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সকলের অগোচরে রাজ বাবু বাড়ি থেকে বেরিয়ে যায়। এসময় অসাবধাণতাবশত সে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়।

পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে রাজ বাবুকে পড়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়। নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: