আইপিএল ফাইনাল: আবারও শুরু বৃষ্টি, খেলা শুরুর শেষ সময় কখন

বহুল অপেক্ষার আইপিএল ফাইনালে বৃষ্টি বাগড়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস আর গুজরাট টাইটান্সের মধ্যকার ফাইনালটি এখন পর্যন্ত মাঠে গড়ায়নি। খেলোয়াড়-সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায় কখন কমবে বৃষ্টি। রবিবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত আটটায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি।
টানা দুই ঘন্টা বৃষ্টির পর থামলে পিচের ওপর থেকে কভার সরানো হয়। মাঠ প্রস্তুতের জন্যও কাজ শুরু করেন গ্র্যাউন্ডসম্যানরা। তবে, এরই মধ্যে আবার শুরু হয় বৃষ্টি।
স্থানীয় সময় ৯টা ৩৫ মিনিটের (বাংলাদেশ সময় রাত ১০টা ৫) মধ্যে খেলা শুরু করা গেলে কোনো ওভার কাটা হবে না। তবে আপাতদৃষ্টিতে সেটা অসম্ভব মনে হচ্ছে। রাত ১২টা ৬ মিনিটের মধ্যে (বাংলাদেশ সময় রাত ১২টা ৩৬) খেলা শুরু করা গেলে কমপক্ষে ৫ ওভার করে হবে। আর যদি কোনোটাই করা না যায়, তবে রিজার্ভ ডেতে গড়াবে ম্যাচ। আগামীকাল (সোমবার) রয়েছে রিজার্ভ ডে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: