লালমনিরহাটে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম

লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) সকালে জেলা পরিষদ মিলনায়তনের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন নির্মলেন্দু, বীর প্রতীক ক্যাপ্টেন অবঃ আজিজুল ইসলাম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, প্রমূখ।

লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও কয়েক শতাধিক শিক্ষার্থীবৃন্দের উপস্থিতি অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথিবৃন্দরা ‘জুলিও কুরি’ পদক সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য প্রদান করেন এবং সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: