খুলনা সিটিতে সাড়ে ৩০ লাখের বেশি টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১২:৪৪ পিএম

আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ১১২টি চেকপোস্ট বসিয়ে সাড়ে ৩০ লাখ টাকা মোটযানের ওপর জরিমানা আদায় করেছে মেট্রোপলিট্রন পুলিশ। সম্প্রতি এ সংক্রান্ত বিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

জানা যায়,সড়ক পরিবহন আইন -২০১৮ অনুযায়ী গত ১মে থেকে ২৮মে পর্যন্ত এই জরিমানা আদায় করা হয়।মোট ১১২টি চেকপোস্টের মাধ্যমে ২হাজার ৪৪১টি মামলা হয়। এ সময় ৭২৬ গাড়ি আটকও করে খুলনা মেট্রোপলিট্রন পুলিশ।

২ হাজার ৪৪১টি মামলা থেকে জরিমানা আদায় করা হয় ২৭ লাখ ৬৮ হাজার ৫৫০ টাকা। আটক থেকে জরিমানা আদায় করা হয় ২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে ৩০ লাখ ৬৫ হাজার ৫০ টাকা আদায় করে পুলিশ।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীক নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল আউয়াল হাতপাখা ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এছাড়া ৩১টি ওয়ার্ডের ১৩৬ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের মাঠে।আগামী ১২ জুন এই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: