পবিপ্রবি শিক্ষক পরিষদের নির্বাচন চলছে

আজ সোমবার (২৯ মে) সুষ্ঠুভাবে চলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের নির্বাচন।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ মোট ১৫ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৫ জন শিক্ষক। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মোঃ মামুন-উর-রশিদ।
সর্বমোট ২৫০ জন শিক্ষক এবারের নির্বাচনে ভোট প্রদান করবেন। সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মাসুদুর রহমান জানান, সুষ্ঠু ও সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহন চলছে। নির্বাচনের সামগ্রিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ দায়িত্ব পালন করছেন।
জানা যায়, এবারের নির্বাচনে আওয়ামী সমর্থিত শিক্ষকদের পাশাপাশি নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষকরা। তবে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আন্তঃ কোন্দলের কারণে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী দিতে পারেননি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। তাই পূর্ণাঙ্গ প্যানেল ছাড়াই এ নির্বাচনে অংশ নিয়েছেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: