কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামীলীগ নেতা সোহেল এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানব বন্ধন

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ০৪:০৮ পিএম

সোমবার (২৯ মে) সকালে কুমিল্লা তিতাস উপজেলা মুক্তিযুদ্ধা পরিষদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধার সন্তান তিতাস উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা জেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত তিতাস উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম সোহেল এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করেন তিতাস উপজেলা মুক্তিযুদ্ধা পরিষদ। এই সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা মুক্তিযুদ্ধা পরিষদের কমান্ডার ও সাবেক চেয়ারম্যান আক্তার হুসেন নিজাম, মুক্তিযুদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযুদ্ধা হোসেন, বীর মুক্তিযুদ্ধা শহিদুল্লাহ, বীর মুক্তিযুদ্ধা মুরশেদ, বীর মুক্তিযুদ্ধা মিজান, বীর মুক্তিযুদ্ধা মতিন, বীর মুক্তিযুদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা লিয়াকত, বীর মুক্তিযুদ্ধা সিরাজ, বীর মুক্তিযুদ্ধা জসিম সহ অন্যান্য মুক্তিযুদ্ধা গণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন- সোহেল সিকদারের নামে প্রহসন মূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানায় এবং তার নামে এর আগেও মিথ্যা মামলা করে প্রমাণ করতে পারেনি। সে এজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বক্তারা আরও বলেন, সোহেল রাজনৈতিক প্রতিপক্ষ ফায়দা হাসিলের চেষ্টা করছে। দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বক্তারা বলেন-আমরা প্রশাসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: