বোচাগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ০৫:০৬ পিএম

দিনাজপুরের বোচাগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার কমানো ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যেই প্রতি বছরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি; নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’।

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার (২৯ মে) স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ মাতৃত্ব দিবসের আলোচনা সভায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শ্যামলী সাহা সভাপতিত্বে আলোচনা রাখেন ৩ নম্বর মুশির্দহাট ইউনিয়নের চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, আবাসিক মেডিকেল অফিসার ডা.হাসিব আল নোমান, মেডিকেল অফিসার ডা.নজরুল ইসলাম,ডা.রুকাইয়া খান সুমি,ডা.আশরাফি বিনতে সালাউদ্দীন অনেষা প্রমুখ।

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: