ফাইনালে টস জিতলো ধোনির চেন্নাই

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ০৭:৪৯ পিএম

সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের ১৬তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি রোববার (২৮ মে)। ফাইনাল ম্যাচটি রিজার্ভ ডেতে আজ সোমবার (২৯ মে) অনুষ্ঠিত হবে। এই ম্যাচে টসে জিতে  গুজরাট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস।

সোমবার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় খেলাটি শুরু হবে। ফাইনাল ম্যাচের আগে টস জিতেছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি গুজরাটকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। ফলে রান তাড়ায় আস্থা রাখলেন ক্যাপ্টেন কুল।

চেন্নাই সুপার কিংসের একাদশ : ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, মইন আলি, অম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিসা পাথিরানা ও মহেশ থিকশানা। ইমপ্যাক্ট প্লেয়ার: শিভম দুবে।

গুজরাট টাইটান্সের একাদশ : শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ শামি ও মোহিত শর্মা। ইমপ্যাক্ট প্লেয়ার: জস লিটল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: