লাইভে এসে সার্টিফিকেট পোড়ানো কে এই মুক্তা

প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১২:০১ এএম

সরকারি চাকরি না পাওয়া এবং বয়স পেরিয়ে যাওয়ার হতাশা থেকে ফেসবুক লাইভে এসে নিজের সব শিক্ষাগত যোগ্যতার সনদ পুড়িয়ে দিয়েছেন মুক্তা সুলতানা। তার সার্টিফিকেট পোড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। এবার সেই তরুণীকে চাকরি দিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তাকে আইসিটি বিভাগের একটি প্রকল্পে ৬ মাসের জন্য চুক্তিভিত্তিক চাকরি দেওয়া হয়েছে।

মুক্তা কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রামের বাসিন্দা। ২০১৯ সালে রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। গত মঙ্গলবার ফেসবুক লাইভে এসে নিজের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পুড়িয়ে ফেলেন মুক্তা।

ফেসবুক লাইভের পর মুক্তা সুলতানাকে সোমবার (২৯ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ডাকা হয়। এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের দপ্তরে মুক্তার সঙ্গে কথা বলেন। আলোচনার পর প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তার হাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রজেক্টের ‘কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার’ পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তার মাসিক বেতন ৩৫ হাজার টাকা।

এ সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল আলম খান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রযুক্তির শক্তি কাজে লাগিয়ে নিজেকে তৈরি করতে পারলে চাকরির পেছনে ঘুরতে হবে না। বরং কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: