সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের হেলপার নিহত

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ০৮:৩২ পিএম

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় কাভার্ড ভ্যানের হলপার নিহত হয়েছে। সোমবার দুপুরের পর হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া কান্দিপাড়া এলাকার মায়ের দোয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের বয়স আনুমানিক ২০ বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবীর জানান, ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসের বাসটি ঘটনাস্থলে কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যান উল্টে যায় এবং ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের মারা যায়। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: