নড়াইলে ইজিভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩০ মে ২০২৩, ০১:৫৩ পিএম

জান্নাতুল বিশ্বাস,নড়াইল থেকে: নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের মধুরগাতী গ্রামের ইজিভ্যান চালক দেলোয়ার গাজীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মে) সকালে নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের খলিশাখালী রাস্তার পাশে আটঘরা শ্মশানের কাছে দেলোয়ারে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
নিহত দেলোয়ার গাজী সদর উপজেলার বিছালি ইউনিয়নের মধুরগাতী গ্রামের শুকুর গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দেলোয়ার গাজী গত সোমবার বিকালে তার ইজিভ্যান নিয়ে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা আটঘড়া শ্মশান এর পাশে দেলোয়ার গাজী মরদেহ পড়ে থাকতে দেখে বিছালি ক্যাম্পের পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বিছালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক আসমত আলী বিডি২৪লাইভকে বলেন, লাশের গলায় দাগ রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার বুনো গ্রামে ছিনতাইকৃত ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: