বরগুনায় পিআইওর বিরুদ্ধে ৩০ টি প্রকল্পে টিআর বরাদ্দের ৩০ লাখ টাকা লোপাটের অভিযোগ

বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কর্মসূচির আওতায় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩০ টি প্রকল্পে বরাদ্দ ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা, স্মারক নং-৫১.০১.০০০০.০১২.১৪.০০৫.২১. ২০২২ ১৯ জুন তারিখে বরগুনা সদর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর বরাদ্দ, যা জামে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩০ টি প্রকল্পের অনুকুলে ৩০ লাখ টাকা উপ-বরাদ্দ দেয়া হয়। এ সকল প্রকল্পের কাজের শেষ সময়সীমা ছিল ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত।
বরগুনা জেলা হিসাব রক্ষণ অফিস সূত্রে জানা যায়, ওই ৩০ টি মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের অনুকুলে ৩০ লাখ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যৌথ একাউন্টে ২০২২ সালের ৩০ জুনের আগেই পুবালী ব্যাংক বরগুনা শাখায় জমা হয়েছে।
বরগুনা সদরের উত্তর খাজুরা মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ সংস্কারের জন্য ১ লাখ টাকা টিআর বরাদ্দ দেয়া হয়।
সিপিসি মাওলানা আবু ইউসুফ বলেন, টিআর বরাদ্দ পেয়েছি জেনে ঋণ নিয়ে মসজিদের টিনের চাল মেরামত করেছি। পিআইও জিয়াউর রহমান সরেজমিনে তা পরিদর্শন করে বরাদ্দকৃত অর্থ প্রদান করবেন বলে আমাদের আশ্বাস দেন। আমি নির্ধারিত সময়ে রেজুলিউশনসহ সকল কাগজপত্র পিআইও অফিসে জমা দিয়েছি। পরবর্তিতে বরাদ্দের টাকা আমাকে দেয়া হয়নি। এখন শুনি চেক জ্বালিয়াতি করে পুবালী ব্যাংক থেকে আমাদের সমুদয় টাকা তারা নিয়ে গেছে।
সরেজমিনে একাধিক প্রকল্প সিপিসিদের সাথে আলাপ করে জানা যায়, তারা কেউ বরাদ্দকৃত টাকা পাননি।
জানতে চাইলে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান জানান, আমরা জুন মাসে প্রথম কিস্তিতে অর্ধেক টাকা ছাড় দিয়েছি। বিভিন্ন মসজিদ কমিটি নিয়ে ঝামেলা হবার কারনে বাকি টাকা দিতে পারিনি। কোনো সিপিসি টাকা পায়নি, এমন প্রশ্নে তিনি বলেন, আমরা অর্ধেক টাকা দিয়েছি। বাকি টাকা আমাদের একাউন্টে রয়েছে।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওছার হোসেন বলেন, একটি অথবা দুটি বিল ছাড়া বাকীগুলো ছাড় দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন তিনি সব বলতে পারবেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: