স্কুলে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৩০ মে ২০২৩, ০৭:০৮ পিএম

আবু হাসান শেখ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে: দ্বিতীয় শ্রেণির ছাত্র ইয়ামিন ইসলাম জয়। পরীক্ষায় সব সময় সে হত প্রথম। পড়াশুনায় প্রবল আগ্রহ। আগামীতে সে আরও ভাল করতো বলে তার প্রতিষ্ঠান প্রধান জানান। সেই শিশুটির প্রাণ ঝড়লো আজ এক সড়ক দৃঘটনায়। আজ মঙ্গলবার (৩০ মে) সকালে চাচার মটর সাইকেলে চড়ে স্কুল যাওয়ার পথে তেল কিনতে গিয়ে মুখোমুখি মটরসাইকেল দূঘর্টনায় মেধাবী শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জের নীলফামারী রংপুর মহাসড়কের আরডিআরএস অফিসের সামনে ঘটেছে।

নিহত ইয়ামিন ইসলাম জয় (৭) স্থানীয় মেধাকুঞ্জ কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্র। তার ক্লাস রোল ৭। সে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের শেরিফের পুত্র।
মঙ্গলবার সকালে ইয়ামিন ইসলাম জয় চাচা হাসিব মিয়ার মটর সাইকেলে স্কুলে যাচ্ছিল। এসময় মটর সাইকেলে তেল নেয়ার জন্য পুটিমারী তেল পাম্পের দিকে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি মটরসাইকেল মুখোমুখি ধাক্কা দেয়। এতে দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্র ইয়ামিন গুরুত্বর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সতত্যতা স্বীকার করে বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পরিবারের থেকে অভিযোগ না করায় শিশুটির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: