শরীয়তপুরে নিখোঁজের দুইদিন পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৩০ মে ২০২৩, ০৯:৪৬ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নে সেফ জাহানারা বাশার ইন্টারন্যাশনাল স্কুলের সাথে থাকা ব্রীজের নীচে ডোবা থেকে জামাল মীর (৪০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর লাশ পাওয়া গিয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। সোমবার (২৯ মে) সন্ধ্যায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত জামাল মীর পালেরচর‌ ইউনিয়নের মীর কান্দি গ্রামের খালেক মীরের ছেলে। তিনি গত দুইদিন যাবত নিখোঁজ ছিলেন।

নিহতের মামাতো ভাই আ. জলিল মোল্লা জানান, মালয়েশিয়া থেকে দুই সপ্তাহ আগে জামাল মীর দেশে ফিরেছিলেন। শনিবার বিকেলে অন্য একজনের পুরাতন একটি প্লাটিনা মোটরসাইকেল নিয়ে কোন এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়েছেন পরে আর ফিরে আসেননি। তবে সন্ধ্যা পর্যন্ত তার সাথে তার স্ত্রীসহ বিভিন্নজনের ফোনে কথা হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিলো।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করছেন লাশ পাওয়ার স্থানের পাশেই একটি ড্রেজার পাইপের স্পিড ব্রেকার দেয়া ছিলো রাস্তার উপরে। সেটিতে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে তার গাড়িটিসহ পানিতে পড়ে যান। গাছের সাথে এবং রাস্তার বিভিন্ন জায়গায় গাড়ি ধাক্কা লাগার চিহ্নও পাওয়া যায় এবং গাড়িটি লাশের পাশেই সামনের অংশ দুমড়েমুচড়ে ভেঙে যাওয়া অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, একটি লাশ ভেসে ওঠার সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে এসে লাশটি এবং তার সাথে থাকা গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ড্রেজার পাইপের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়েই হয়তো তিনি দুর্ঘটনার স্বীকার হয়ে মারা গিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: