লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে দুই বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে ভ্রাম্যমান আদালতে দুই বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে উপজেলার কালিনগর বাইপাস মোড়ে আল আমিন বেকারী ও পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী এলাকার শান্তির মোড়ে অবস্থিত মিজান বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
সুত্র জানায়, নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর বাইপাস এলাকার আল আমিন বেকারী ও সীমান্তবর্তী বারমারী এলাকার মিজান বেকারী দীর্ঘদিন যাবত লাইসেন্স বিহীন অবস্থায় ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়া ওই দুই বেকারীতে উৎপাদিত পণ্য বিএসটিআই কর্তৃক অনুমোদিত না হওয়ায় ও লাইসেন্স না থাকায় প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিএসটিআই এর ফিল্ড অফিসার অর্নব চক্রবর্তী ও নালিতাবাড়ী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, ভোগ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: