মেহেরপুরের হাড়াভাঙ্গা মাঠে গােলাগুলি, র‍্যাব সদস্য আহত

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১২:১৯ এএম

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের বটজল নামক মাঠে র‍্যাব ও মাদক কারবারীর মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে মাদক কারবারীর হাসুয়ার কােপে র‍্যাব সদস্য উত্তম কুমার রক্তাক্ত জখম হন। পরে আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরা গুলি ছুঁড়লে, মাদক কারবারী আবু সাঈদ ওরফে সুইট (২৫) গুলিবিদ্ধ হয়।

আবু সাঈদ সুইট হাড়াভাঙ্গা গ্রামের সেন্টার পাড়ার আব্দুল হামিদের ছেলে। আহত র‍্যাব সদস্য উত্তম র‍্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্য বলে প্রাথমিক ভাবে জানা গেছে।মঙ্গলবার (৩০ মে) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা হাড়াভাঙ্গা গ্রামের বটজল মাঠে অভিযান চালায়। অভিযানে ৬৮ বােতল ফেনসিডিলসহ আবু সাঈদকে আটক করে। এসময় সাঈদ তাদের কাছ থেকে পালাতে নিকটে থাকা হাসুয়া (হেসাে) দিয়ে র‍্যাব সদস্য উত্তম কুমারকে কােপ মারে। এসময় হাসুয়ার কােপে র‍্যাব সদস্য উত্তম কুমার এর মাথা কেটে রক্তাক্ত হয়। আত্মরক্ষার্থে র‍্যাবের অন্যান্য সদস্যরা গুলি করলে,মাদক কারবারী সাঈদের পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় চিকিৎসার জন্য সাঈদ ও উত্তমকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বটজলের মাঠে ৬টি বিকট শব্দ হয়। তবে সেটি বােমার শব্দ নাকি গুলির শব্দ তা দূর থেকে সঠিক বােঝা যায়নি। তবে আবু সাঈদ গত ৬ মাস আগে সৌদি আরব থেকে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে সে মাদক কারবারীর সাথে জড়িয়ে পড়ে।

এদিকে র‍্যাবের সাথে এ বিষয়ে যােগাযােগের চেষ্টা করা হলে,তারা তাৎক্ষনিক ভাবে কােন তথ্য দিতে পারেনি। তবে আনুষ্ঠানিক ভাবে এ তথ্য সাংবাদিকদের জানানাে হবে বলে জানায় র‍্যাব সূত্র।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: