লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৯:১৫ পিএম

লক্ষ্মীপুর সদরে কাভার্ডভ্যান চাপায় মো. মারুফ হাসান টিপু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে মান্দারী-দিঘলী সড়কের হরকার দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মারুফ সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব জামির তলী গ্রামের হাজী বাড়ির রুহুল আমিন কাজীর ছোট ছেলে। সে আইনের শিক্ষার্থী ছিল।

স্থানীয় লোকজন জানায়, মারুফ মোটরসাইকেল চালিয়ে মান্দারী থেকে দিঘলী সড়ক হয়ে জামিরতলীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মারুফের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: