যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষনের অভিযোগ

প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৯:৩৩ এএম

১৩ বছরের শিশুরকে ধর্ষনের অভিযোগ উঠেছে রেজাউল মিয়া (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে ওই শিশু ৫ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয় মঙ্গলবার(৩০ মে) রাতে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রেজাউল মিয়া শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মাড়ালা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। এমনি ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে মাড়ালা গ্রামে।

লিখত অভিযোগ সূত্রে ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, চলতি বছরের গত ১০ জানুয়ারি বিকেলে বাড়ির পিছনে শনি হাওরের আহাম্মক খালি ফিসারিতে মাছ দেখিতে যায় ওই কিশোরী। মাছ দেখে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে আটকে করছ বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্য মিয়া হোসেনের চাচাতো ভাই রেজাউল মিয়া। ধর্ষণের পর এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেয় রেজাউল। কয়েক দিন আগে ওই কিশোরীর শরীরে পরিবর্তন আসলে পরিবারের লোকজন জিজ্ঞেস করলে সে ধর্ষণের বিষয়টি তাদের অবগত করলে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে পরীক্ষার পর সে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট আসে।

ওই কিশোরীর মা জানায়, তাদের পরিবার খুবই দরিদ্র। তাঁর স্বামী দিন মজুরির কাজ করে সংসার চালান। তাঁদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে। দুদিন আগে ছোট মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।তিনি দাবি করেন, অভিযুক্ত ধর্ষক স্থানীয় প্রভাবশালী মেম্বার মিয়া হোসেন এর ভাই হওয়ায় প্রতিনিয়ত হত্যার হুমকি-ধমকি ও লোকলজ্জার ভয়ে ধর্ষণের বিষয়ে এত দিন তাঁর মেয়ে চুপ ছিলেন।

পরীক্ষার পর হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাঁদের মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ ইফতেখার হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত করে অভিযুক্ত রেজাউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: