বাচ্চাটার জন্যে সহনশীল হতে পারতেন, কেন এমন করলেন: পরীমনি

প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৯:২২ এএম

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা 'মা'। তবে ছেলে রাজ্যকে নিয়ে সিনেমাটি দেখতে গিয়েই এক ভীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এই অভিনেত্রী।

বুধবার মধ্যরাতে পরী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আজ আমি একসাথে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে! কষ্ট পেয়েছি কারন, আমার বাচ্চাটা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে ছবি দেখেছি অনেক বার। শো শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছি সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে। কিন্তু আজকে এমন উছশৃঙ্খল অবস্থা তৈরী করলো কেউ কেউ তাতে বাজে ভাবে আমার বাচ্চাটা ভয় পেলো।

অভিনেত্রী আরো লিখেছেন, কতো কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সাথে আমি! অথচো আমি আপনাদের সবার সাথে সিনেমা দেখবো, কথা বলবো বলেই তো গিয়েছিলাম। হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে এতো এতো ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ।আমি বার বার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্যে। আপনাদের মধ্যে অনেকেই বলছিলো আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেলো।আপনারা বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন! 😞আর খুশি এই জন্যে যে,আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন,কেয়ার করেন। থ্যাংকইউ।

প্রসঙ্গত, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মা’ সিনেমা নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের গল্প তুলে ধরা হবে এতে। ‘মা’ সিনেমার গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্যও করেছেন অরণ্য আনোয়ার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: