গাইবান্ধায় ট্রেনে কাটা পরে নিহত ১

প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০২:১৮ পিএম

রাশেদুল ইসলাম রাশেদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে: গাইবান্ধার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পরে ফুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ফুল মিয়া সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের নয়ারহাট গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার (১ জুন) সাদুল্লাপুরের নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের রেললাইনের পাশে হাটঁতেছিল ফুলমিয়া। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস নামের ট্রেনটি স্টেশনে এসে পৌঁছালে বাতাসের বেগের সাথে লেপ্টে গিয়ে ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মারা যায় ফুলমিয়া।

বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: