পঞ্চগড়ে গ্রামীন পর্যটন বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৫:০২ পিএম

পঞ্চগড়ে গ্রামীন পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এই কর্মশালার উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী সহ ইউপি চেয়ার‌্যানগণ, মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যম কর্মী, ইউপি সচিব গণ উপস্থিত থেকে মতামত আকারে পর্যটন বিষয়ে সমস্যা সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা জানায় দেশের সর্বউত্তরের এই সীমান্তবর্তী জেলায় পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পঞ্চগড় সদর উপজেলায় সমতলের চা বাগান, ভিতরগড়, মহারাজার দিঘী, অমরখানা চাওয়াই সেতু, সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রাম, মিরগড়ের টোপা, রাজাপাট ডাঙ্গা, হাড়িভাষায় বেরুবাড়ি, বিলুপ্ত ছিটমহলের শালবাগান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত নানান স্থাপনা রয়েছে। এছাড়াও এই জেলায় নানান ঐতিহ্যবাহী খাবার রয়েছে। শুধুমাত্র এগুলো রক্ষনাবেক্ষন সংরক্ষন পরিকল্পনা এবং সংরক্ষনের অভাবে খালি পড়ে আছে। যদি এই সম্ভাবনাগুলোকে পর্যটন কেন্দ্রীক পরিকল্পনা করে প্রকল্পের মাধ্যমে স্থাপনা তৈরি এবং সৌন্দর্য বর্ধনের কাজ করা যায় তাহলেই এই জেলায় অর্থনৈতিক ভূমিকা রাখবে স্থানীয় পর্যটন । কারন এমনিতেই এই জেলায় দেশের বিভিন্ন স্থান থেকে বছরজুড়ে দেশ বিদেশের নানান পর্যটকের পদচারনা রয়েছে। বক্তারা পর্যটন খাতে সরকার যাতে অন্তত প্রতিবছর এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার দাবী জানায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক জানান আজকের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপসচিব বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক (পরিকল্পনা ও গবেষনা) মোহাম্মদ সাইফুল হাসান। তিনি আমাকে পঞ্চগড় জেলার পর্যটন কেন্দ্রীক পরিকল্পনা গ্রহন করা যায় এবং গুরুত্ব পায় এমন পরিকল্পনা প্রতিবেদন আকারে পেশ করতে বলেছেন। আশা করি পঞ্চগড় জেলা এবার পর্যটনে গুরুত্ব পাবে। আমি নিজেই সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নে পর্যটনের নানান বিষয় তুলে ধরেছি। তিনি বলেন আগামি দু মাসের মধ্যেই পঞ্চগড় সদর উপজেলা পরিষদের পুকুর সহ বেশ কিছু জায়গায় পঞ্চগড়কে ব্রান্ডিং, গ্যালারি স্থাপন এবং সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে। কর্মশালায় অংশগ্রহনকারীদের মতামত পরিকল্পনাগুলো নিয়ে কাজ করে পঞ্চগড় সদর উপজেলায় পর্যটনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম জানায় অতিতের যে কোন সময়ের চেয়ে বর্তমান সরকার পর্যটন খাতে গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন খাতের উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে। আমি পঞ্চগড়বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে দাবী করছি যাতে পঞ্চগড়কে পর্যটনের জেলা হিসেবে গড়ে তুলতে কোটি টাকা বরাদ্দ দেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: