নালিতাবাড়ীতে পানিতে ডুবে প্রাণ গেল কন্যা শিশুর

প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৭:১৮ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মাইশা নামে দেড় বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুন) বেলা দুইটার দিকে উপজেলার বাগিচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সুত্রে জানা গেছে, উপজেলার বাগিচাপুর গ্রামের কৃষক দুদু মিয়ার দেড় বছর বয়সী কন্যাশিশু মাইশা সবার অগোচরে খেলতে গিয়ে বেলা দুইটার দিকে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ডুবে যায়। বেশ কিছু সময় মাইশাকে দেখতে না পেরে বাড়ির লোকজন খোঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে নেমে খুঁজতে থাকলে পানির নিচে ডুবন্ত অবস্থায় মাইশার মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: