নগরকান্দায় শিক্ষার মান উন্নয়নে ইউএনও'র ব্যতিক্রমী পদক্ষেপ

ফরিদপুরের নগরকান্দায় শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনুল হক। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষার মান উন্নয়ন, ভূমি সেবার বিভিন্ন দিক, বাল্যবিবাহ, নারী নিযাতন,যৌন হয়রানি, জঙ্গীবাদ, মাদক নির্মূলকল্পে জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমি সেবাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা অর্জন করা সহজতর হচ্ছে।
বৃহস্পতিবার (১ জুন) উপজেলার ব্রাহ্মণডাঙ্গা স্কুলসহ আরও একটি স্কুল পরিদর্শন এই কর্মকর্তা। এসময় তিনি শিক্ষার মানসহ উপরে উল্লিখিত বিষয় নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে উর্ধ্বতন কর্মকর্তাদের ধারাবাহিক পরিদর্শন সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন অভিভাবক মণ্ডলী।
এদিকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল হক বলেন, ভূমি সেবা, বাল্যবিবাহ, নারী নিযাতন ও মাদক নির্মূলকল্পে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং শিক্ষার মান উন্নয়নে আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: