কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আবু হাসান শেখ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে: মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “এসো সবাই ঐক্য প্রতিষ্ঠা করি, দুর্নীতি মুক্ত দেশ গড়ি” স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার (১ জুন) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী স্কুল এন্ড কলেজ চত্ত্বরে এ বিতর্ক প্রতিযোগিতা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুদক, সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহযোগিতায় এ বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ হয়। ‘আইনের শাসনের অভাবেই দুর্নীতি বিস্তারের প্রধান কারণ’ বিষয় নিয়ে বিতর্ক হয়। পক্ষে যুক্তি তর্ক তুলে ধরেন কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের দল, আর বিপক্ষে যুক্তি তর্ক তুলে ধরেন রণচন্ডী স্কুল এন্ড কলেজের দল। এতে পক্ষ দল কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের দলটি বিজয় অর্জন করে। মডারেটর ছিলেন ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী। বিচারক ছিলেন বেগম রোকেয়া বিশ্বদ্যালয়ের ডেবিটিং সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক জয়ন্ত শাহ্। অন্যদিকে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বিপক্ষ দল রণচন্ডী স্কুল এন্ড কলেজের সাদিয়া। উভয় দলকে মেডেল, সনদ ও পুরস্কার দেয়া হয় দুর্নীতি দমন কমিশন থেকে।
পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। উপস্থিত ছিলেন রণচন্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান, দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক জয়ন্ত শাহ্, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্জালনা করেন রণচন্ডী স্কুল এন্ড কলেজের প্রভাষক (আইসিটি) বিশ্ব নাথ রায়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: