শ্যামলীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

প্রকাশিত: ০২ জুন ২০২৩, ১২:৩৯ এএম

রাজধানীর শ্যামলীতে ২০ তলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ বৃহস্পতিবার রাত ১১ টা ২৫ মিনিটে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২০ তলা রুপায়ন শেলটেক ভবনের ৭ম তলায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের ৬ টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: