তাপমাত্রার পারদ উঠল ৪১ ডিগ্রিতে, মাসজুড়ে থাকবে গরমের অস্বস্তি

বিগত কয়েক দিন ধরেই তাপমাত্রা বাড়ছে। এতে অনুভূত হচ্ছে প্রচণ্ড গরম। জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এর মধ্যে বৃহস্পতিবার (১ জুন) তাপমাত্রা আরও বেড়েছে। এদিন দুপুরে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এটি চলতি গ্রীষ্ম মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।
পাশাপাশি রাজধানীসহ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ। রাজধানীর তাপমাত্রাও ৪০ ডিগ্রির কাছাকাছি। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির আকুতি জানিয়েছে নগরবাসী। এদিকে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বৃহস্পতিবার (১ জুন) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, জুন মাসজুড়ে থাকতে পারে গরমের অস্বস্তি।
আবহাওয়াবিদ আজিজুর রহমান জানান, সামগ্রিকভাবে জুন মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ১-২ টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮°সে.) থেকে মাঝারি (৩৮-৪০° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। এ সময় বঙ্গোপসাগরে এক-দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো আভাস নেই।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গিয়েছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। এতে ৪-৬ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: